##৩৮ তম বিসিএস প্রিলি.প্রস্তুতি
##বাংলা_সাহিত্য

১) " আর কতকাল খেলবি খেলা/ মরণ রে তোর হবে না, আইল কত গেল কত/ কোথায় তাদের ঠিকানা??  গানটির রচয়িতা - আবদুল গফুর হালী

২) " খাঁচার ভিতর অচিন পাখী কেমনে আসে যায় " এ পঙক্তিটি - বাউল পদাবলীতে রয়েছে

৩) দরিয়া বিবি " যে উপন্যাসের চরিত্র - জননী ( শওকত ওসমান)

৪) " আক্রান্ত গজল " কাব্যগ্রন্থটির রচয়িতা - আবু হেনা মোস্তফা কামাল

৫) " কত ছবি, কত গান " গ্রন্থের রচয়িতা - খোন্দকার মোঃ ইলিয়াস

৬) " মরণবিলাস " উপন্যাটির রচয়িতা - আহমদ ছফা

৭) " মৃত্যুঞ্জয়ী মুজিব " প্রবন্ধের রচয়িতা - শিরীন আখতার

৮) " কুলায় কালস্রোত " উপন্যাসটির রচয়িতা - সেলিনা হোসেন

৯) " স্রোতের ফুল " উপন্যাসের রচয়িতা - চারুচন্দ্র চট্টোপাধ্যায়

১০)" একটি প্রবীণ বটের কাছে প্রার্থনা " কবিতাটি যাঁর - আহমদ ছফা

১১) " প্রেম যেখানে সর্বস্ব " ভ্রমণকাহিনীটি যাঁর - সৈয়দ আলী আহসান

১২) " দহনকাল " উপন্যাসটি - হরিশংকর জলদাস
১৩) " দ্রোপদী " উপন্যাসের রচয়িতা - রাজিয়া খান
১৪) " স্বর্গের সিঁড়ি " নাটকের রচয়িতা - সাঈদ আহমদ
১৫) " তপসে মাছ " কবিতাটি - ইশ্বরচন্দ্র গুপ্তের
১৬) " অর্ধেক নারী,  অর্ধেক ঈশ্বরী " উপন্যাটির রচয়িতা - আহমদ ছফা
১৭) " সব পেয়েছির দেশে ' ভ্রমণকাহিনীর রচয়িতা - বুদ্ধদেব বসু
১৮) " তুজম্বর আলী " যাঁর ছদ্মনাম- জসীম উদদীন
১৯) " সুখ পাখি আগুন ডানা " উপন্যাসটির রচয়িতা - মোহিত কামাল
২০) " তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় " গানটির রচয়িতা - মোহাম্মদ মনিরুজ্জামান
২১) " পদ্মিনী উপাখ্যান " কাব্যগ্রন্থটি - রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের
২২) " স্বৈরিণীর ঘরসংসার " কাব্যটি যাঁর - আবিদ আনোয়ার
২৩) " নিউটন বোমা বোঝ, মানুষ বোঝ না " পঙক্তিটি - হেলাল হাফিজের
২৪) " বাঁধ ভেঙ্গে দাও " উপন্যাসটি - সুনীল বরণ দে এর
২৫) " মহিলা " কাব্যের রচয়িতা - সুরেন্দ্রনাথ মজুমদার
২৬) " পাপের সন্তান " উপন্যাসটি - সত্যেন সেন এর
২৭) " বুকের ভিতর আগুন " গ্রন্থের রচয়িতা - সৈয়দ শামসুল হক
২৮) " ভলগার তীরে " ভ্রমণকাহিনীর রচয়িতা - কবি নির্মলেন্দু গুণ
২৯) মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্য " প্রতনু প্রত্যাশা " এর রচয়িতা - মোহাম্মদ মনিরুজ্জামান
৩০) " মধ্যজোছনায় মধুচন্দ্রিমা " কাব্যটি যাঁর - আবিদ আনোয়ার
৩১) " আমার প্রেম আমার প্রতিনিধি " কাব্যগ্রন্থটির রচয়িতা - আবুল হাসান
৩২) " সূর্যগ্রহণ " গল্পটি - জহির রায়হানের
৩৩) " সোনার হরিণ " নাটকের রচয়িতা - নূরুল করিম নাছিম
৩৪) " আনন্দ বেদনার কাব্য " উপন্যাসটির রচয়িতা - হুমায়ুন আহমেদ
৩৫) মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস " অবেলা অসময়ে " এর রচয়িতা - আমজাদ হোসেন
৩৬) জসীমউদদীনের ' আসমানী " চরত্রটির বাড়ি - মাদারীপুরে
৩৭) পথের পাঁচালী অনূদিত হয় - ইংরেজি ও ফরাসী ভাষায়
৩৮) ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস - আর্তনাদ ( শওকত ওসমান)
৩৯) নীল দর্পন নাটকে যে অঞ্চলের কাহিনী বর্নিত হয়েছে - মেহেরপুর
৪০) " বাসন্তিকা " পত্রিকাটি সম্পাদনা করতেন - বুদ্ধদেব বসু

Comments

Popular posts from this blog

BCS মূল্যবোধ ও সুশাসন সর্ম্পকিত গুরুত্বপূর্ণ প্রশ্ন

৩৮তম বিসিএস সাধারণ জ্ঞান