Shortcut BCS Preparation


৪ - ৫  নম্বর কমন পাবেন ইন শা আল্লাহ।

#বর্তমানে_দেশে

♦বিভাগ - ৮ টি, জেলা- ৬৪ টি।

♦ সিটি কর্পোরেশন- ১১টি।

♦ থানা- ৬৩৯ টি। সর্বশেষ থানা মাধবদী, নরসিংদী ও মহিপুর, পটুয়াখালী।

♦উপজেলা - ৪৯১ টি। সর্বশেষ ও ৪৯১ তম উপজেলা কুমিল্লার লালমাই।(অনুমোদনঃ ৯ জানুয়ারি, ২০১৭)

♦ পৌরসভা - ৩২৭ টি। সর্বশেষ ও ৩২৭ তম পৌরসভা চট্রগ্রামের দোহাজারি। (অনুমোদনঃ ৯ জানুয়ারি, ২০১৭)

♦ ইউনিয়ন - ৪৫৩৬ টি। সর্বশেষ ইউনিয়ন কালিয়া, নড়াইল।

♦ গ্রাম- ৮৭৩১৬ টি।

♦ জনসংখ্যা- ১৫.৮৯ কোটি ও বৃদ্ধির হার ১.৩৭%।

♦ জনসংখ্যার ঘনত্ব- ১০৭৭ জন।

♦ পুরুষ মহিলা অনুপাত - ১০০.৩ : ১০০।

♦ জন্মহার- ১৮.৮ জন ও মৃত্যুহার- ৫.১ জন। (প্রতি হাজারে)

♦শিশু মৃত্যুহার- ২৯ জন। ( প্রতি হাজারে)

♦ গড় আয়ু- ৭০.৯ বছর। (পুরুষ ৬৯.৪০ ও মহিলা ৭২.৩)

♦ স্বাক্ষরতার হার - ৬৩.৬%। (পুরুষ ৬৫.৬% ও মহিলা ৬১.৬%)

♦ মাথাপিছু আয়- ১৬০২ মার্কিন ডলার।

♦ মাথাপিছু বৈদেশিক ঋণ - ১৬৯ মার্কিন ডলার।

♦ জিডিপি প্রবৃদ্ধি- ৭.২৪।

♦ দরিদ্রতার হার - ৩১.৫০%।

♦ আন্তর্জাতিক অনুদান নির্ভরতা- ২%।

♦শ্রমশক্তি - ৬.১০ কোটি। (পুরুষ ৪.৩ ও নারী ১.৮ কোটি)

♦ VAT এর হার- ১৫%।

♦ পাটকল- ২৭ টি। (চালু আছে ১৮ টি)

♦ সরকারি বস্ত্রকল- ১৮ টি।

♦ চিনিকল- ১৫ টি।

♦ সার কারখানা - ৮ টি।

 ♦ সিমেন্ট কারখানা- ১৪ টি। (সরকারি ৫ টি)

 ♦ জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা- ৩ টি।

♦ অস্ত্র কারখানা - ১ টি।

♦সরকারি ইপিজেড- ৮ টি।

♦ নদী বন্দর - ২৯ টি। সর্বশেষ ও ২৯ তম নদী বন্দর লক্ষীপুর সদর উপজেলার মজু চৌধুরীর হাট।

♦ সমুদ্রবন্দর - ৩ টি। সর্বশেষ সমুদবন্দর পায়রা, পটুয়াখালী।

 ♦ নিবন্ধিত গার্মেন্টস - ৭৫০০ (প্রায়)

♦ বাংলাদেশ ব্যাংকের শাখা - ১০ টি। সর্বশেষ শাখা ময়মনসিংহে।

♦ মন্ত্রিসভার সদস্য- ৫১ জন। (পূর্ণমন্ত্রী ৩১ জন, প্রতিমন্ত্রী ১৮ জন ও উপমন্ত্রী ২ জন)

♦ মন্ত্রিসভায় নারী সদস্য - ৫ জন।

♦ মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী- ৩ জন।

♦ নিবন্ধিত রাজনৈতিক দল- ৪১ টি। (সর্বশেষ নিবন্ধিত দল বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট)

 ♦ মোট ব্যাংক - ৫৬ টি। (রাষ্টীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ৬ টি, বিশেষায়িত ব্যাংক ৩ টি, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ৩৯ টি ও বৈদেশিক ব্যাংক ৯টি)

♦ ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান - ৩৩ টি।

♦ সরকারি বিমা প্রতিষ্ঠান - ২ টি।

♦ কাগুজে নোট - ৯ টি।

♦ ব্যাংক নোট- ৬ টি।

♦ জাতীয় সংসদে স্থায়ী কমিটি - ৫০ টি। (মন্ত্রণালয় সংক্রান্ত ৩৯ টি ও সংসদ সম্পর্কিত ১১ টি)

♦ শিক্ষা বোর্ড - ৯ টি। সর্বশেষ ও ৯ম শিক্ষা বোর্ড ময়মনসিংহ শিক্ষা বোর্ড। (অনুমোদনঃ ১২ জানুয়ারি, ২০১৭)

♦ সরকারি বিশ্ববিদ্যালয় - ৩৮ টি। (সর্বশেষ বঙ্গবন্ধু বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)

♦ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় - ২ টি।

♦ সিভিল সার্ভিসের ক্যাডার- ২৭ টি।

♦ নিরক্ষর মুক্ত জেলা - ৭ টি।

♦ শিক্ষাস্তর - ৪ টি।

♦ পরমাণু চিকিৎসা কেন্দ্র - ১৩ টি।

♦ আবাদযোগ্য জমি - ২ কোটি একর।

♦ চা বাগান- ১৬৬ টি। ( সর্বোচ্চ মৌলভিবাজারে, ৯২ টি)

♦ বসবাসকারী উপজাতি - ৪৮ টি।

♦ পার্বত্য চট্রগ্রামে বসবাসকারী উপজাতি - ১২ টি।

♦ জীবিত সেক্টর কমান্ডার - ৪ জন।

♦ উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট - ২ টি।

♦ ইন্টারনেট ব্যবহারকারী - ৬.৬৭ কোটি।(জানুয়ারি, ২০১৭ পর্যন্ত)

♦ মোবাইল ব্যবহারকারী - ১২.৮ কোটি। (জানুয়ারি, ২০১৭ পর্যন্ত)

♦ স্থল বন্দর - ২৩ টি। (সর্বশেষ - বাল্লা, সিলেট)

♦ হাতির সংখ্যা ২০০ টি ও বাঘের সংখ্যা ১০৬ টি

♦অনুমোদনপ্রাপ্ত স্যাটেলাইট টিভি চ্যানেল - ৪১ টি। (সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে ২৬ টি)

♦ গ্যাসক্ষেত্র - ২৭ টি। (সর্বশেষ মোবারকপুর, পাবনা)

♦ FBCCI এর সভাপতি - মতলুব আহমেদ।

♦ BGMEA এর সভাপতি - আতিকুল ইসলাম।

♦ প্রধান বিচারপতি - সুরেন্দ্র কুমার সিনহা।(২১তম)

♦প্রধান নির্বাচন কমিশনার- এ কে এম নূরুল হুদা। (১২ তম)

♦ এটর্নী জেনারেল- মাহবুবে আলম। (১৫ তম)

♦ বাংলাদেশ ব্যাংকের গভর্নর- ফজলে কবির।(১১ম)

♦ দুদক এর চেয়ারম্যান - ইকবাল মাহমুদ। (৫ম)

♦ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান - কাজী রিয়াজুল হক।

♦ বাংলা একাডেমির- মহাপরিচালকঃ অধ্যাপক শামসুজ্জামান খান, সভাপতিঃ অধ্যাপক ড. আনিসুজ্জামান।

♦ TIB চেয়ারম্যান - সুলতানা কামাল।

♦ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান - অধ্যাপক আব্দুল মান্নান।

♦ BJSC চেয়ারম্যান - বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

♦ সেনাবাহিনী প্রধান- জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।

♦ নৌবাহিনী প্রধান- এডমিরাল নিজামউদ্দিন আহমেদ।

♦ বিমানবাহিনী প্রধান- এয়ার চিপ মার্শাল আবু এসরার।

♦ পুলিশের আইজিপি- এ কে এম শহীদুল হক।

♦ বিজিবি প্রধান- আবুল হোসেন।

♦ RAB মহাপরিচালক - বেনজীর আহমেদ।

♦ NBR চেয়ারম্যান - মোঃ নজিবুর রহমান।

Comments

Popular posts from this blog

BCS মূল্যবোধ ও সুশাসন সর্ম্পকিত গুরুত্বপূর্ণ প্রশ্ন