Posts

Showing posts from October, 2017

teletalk aparajita

টেলিটক অপরাজিতা  আমি অদম্য, থামবো না বন্ধুর পথে ছাড়াবোই সীমানা পুরো পৃথিবী রানওয়ে আমার। নিজের সাথেই বাজি ধরি বারবার। সবকিছু পিছে ফেলে লক্ষ্য জেতা - আমিই অপরাজিতা এমন হার না মানা সাহসী নারীদের স্যালুট জানাতেই টেলিটকের বিশেষ নিবেদন-অপরাজিতা। যাযা লাগবে সীম তুলতে: >২ কপি পাসপোর্ট সাইজ ছবি >২ কপি ভোটার আইডি কার্ডের ফটোকপি > অবশ্যই মহিলা লাগবে সীম তুলতে, যার ফিঙার চাপ দিবেন তার আইডি ও ছবি লাগবে অফার: >১ জিবি ডাটা মাত্র ৮টাকা, মেয়াদ ৭ দিন >২ জিবি ডাটা মাত্র ১৪ টাকা সর্ম্পূন বিনামূলে এই সীম তুলতে পারবেন,একজন মহিলা সর্বোচ্চ দুইটা সীম তুলতে পারবেন একটি আইডি কার্ড দিয়ে....

সাম্প্রতিক তথ্য, বিসিএস ৩৮ তম

#সাম্প্রতিক_তথ্য বিভিন্ন গুরুত্বপূর্ণ রিপোর্ট-সমীক্ষা- ২০১৭ তে বাংলাদেশের অবস্থান -- ১।মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ- ১৩৯ তম ২।মানব সম্পদ সূচকে বাংলাদেশ-১১১তম ৩.সংবাদমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশ-১৪৬ তম শীর্ষ দেশ নরওয়ে - ৪।অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশ-১২৮তম শীর্ষ দেশ হংকং - ৫।SDG সূচকে বাংলাদেশ-১২০তম শীর্ষ দেশ-সুইডেন ৬।গণতন্ত্র সূচকে বাংলাদেশ-৮৪ তম শীর্ষ দেশ-নরওয়ে ৭। শান্তি সূচকে বাংলাদেশ-৮৪ তম (শীর্ষ দেশ আইসল্যান্ড) ৮।বিশ্বে সুখী দেশের তালিকায় বাংলাদেশ -১১০তম শীর্ষ দেশ-নরওয়ে - ৯।শিশু অধিকার সূচকে বাংলাদেশ-৮৭তম শীর্ষ দেশ পর্তুগাল - ১০।বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে বাংলাদেশ-৯৯তম - ১১।অর্থনৈতিক সক্ষমতা সূচকে বাংলাদেশ-১০৬ তম ১২।বৈশ্বিক উদ্ভাবনী সুচকে বাংলাদেশ -১১৪ শীর্ষ দেশ সুইজারল্যান্ড - - ১৩।ফিফা র‍্যাংকিং এ বাংলাদেশ-১৯৬ শীর্ষ দেশ জার্মানি ১৪।বৈশ্বিক ইসলামি অর্থনৈতিক সুচকে বাংলাদেশ- ১৫ তম--শীর্ষ দেশ মালয়েশিয়া

BCS মূল্যবোধ ও সুশাসন সর্ম্পকিত গুরুত্বপূর্ণ প্রশ্ন

৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি কার্টেসী : জাকির'স বিসিএস স্পেশাল . নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন সৌজন্য : Abu Horaira নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন এই বিষটি বিসিএসে প্রায় নতুন টপিক। এখান থেকে ১০ টি প্রশ্ন করা হয়। কিছু কিছু প্রশ্নের সবগুলো অপশনই সঠিক মনে হয়। তবে একটু চিন্তা করলে সব থেকে বেস্ট উত্তরটা পাওয়া সম্ভব। তাই আজকের আয়োজন নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন। এখানে প্রথমে বিগত কয়েক বছরের প্রশ্ন ও উত্তর দিয়েছি যাতে প্রশ্ন সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট পাওয়া যায়। এরপর অনুশীলনের জন্য এইচ এস সি’র ’পৌরনীতি ও সুশাসন’ , নবম-দশম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা এবং আরো কিছু গুরুত্বপূর্ণ বইয়ের সিলেবাসের সাথে মিল আছে এমন কিছু অধ্যায় এখানে দিয়েছি। আশা করি কাজে আসবে। ১। নৈতিক শক্তির প্রধান উপাদান কী? উত্তরঃ সততা ও নিষ্ঠা ২। নৈতিকতাকে মানবজীবনের কী বলা হয় ? উত্তরঃ নৈতিক আদর্শ। ৩। একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশ্যকীয় মৌলিক গুণাবলির মধ্যে শ্রেষ্ঠ কোনটি? (ক) দায়িত্বশীলতা (খ) নৈতিকতা (গ) দক্ষতা (ঘ) সরলতা উত্তরঃ (খ) নৈতিকতা। ৪। নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী? উত্তরঃ সমাজে বসবাসকার

মেরিল প্রথম আলো পুরষ্কারের জন্য মনোনীত হতে যাচ্ছে ড. মাজফুজুর রহমান

Image
আসছে মেরিল প্রথম আলো পুরস্কার ২০১৬ এর জন্য চূড়ান্ত ভাবে মনোনীত হতে যাচ্ছেনন উপমহাদেশের বিখ্যাত মেন্টাল কিং খ্যাত ড. মাহফুজুর এই নিয়ে আমাদের প্রতিনিধি সাথে সাক্ষাত করে ড. মাহফুজুর রহমান বলেন. কি যে হল। আমি ঘুমেও থাকিনা আবার আমার হিসাবও থাকেনা। কোনদিক দিয়ে কত সেরা হচ্ছি, কত পুরস্কার পাচ্ছি খবরই পাইনা। এত পুরস্কার আর ভাল লাগেনা :(। স্কুল জীবনেও ফার্স্ট হতে হতে বোর্ড হয়ে গিয়েছিলাম, কলেজে লাস্টের দিক থেকে লাস্ট, মানে ফার্স্ট হিহিহিহহিহ, মানে আর ভাল লাগেনা। আর Taseen Abrar, সুখবর দিয়েছো এত কিছুর মাঝে তাই আমার এই পুরষ্কার নেওয়ার জন্য তোমাকে রেফার করলাম। নিয়ে এসে বিক্রি করে দিয়ে আমার বাসায় এক কেজি বগুড়ার দই পাঠিয়ে দিয়ো কেমন? অনেক ইচ্ছে করছে। :(