৩৮ তম বিসিএস, বাংলাদেশ বিষয়াবলী

৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি
বাংলাদেশ বিষয়াবলী
-------
১. প্রবাহের ভিত্তিতে বাংলাদেশের বৃহত্তম নদী?
উ: মেঘনা

২. রপ্তানিতে তৈরি পোশাকের অবদান?
উ: ৪৩.২%

৩.দেশের একমাত্র বেসরকারি ইপিজেড?
উ: কোরিয়ান ইপিজেড

৪. গণপরিষদে পেশকৃত খসড়া সংবিধানটি কত পৃষ্ঠাবিশিষ্ট ছিলো?
উ: ৭৩ পৃষ্ঠা

৫. পঞ্চম আদমশুমারি-২০১১ অনুসারে খানার সংখ্যা?
উ: ৩,২১,৭৩,৬৩০

৬. হালদা চলচিত্রের পরিচালক?
উ: তৌকির আহমেদ

৭. বাংলাদেশে কতটি উপজাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে?
উ: ৮ টি

৮.ফারাক্কা বাধ বাংলাদেশের সীমান্ত থেকে কত মাইল দূরে অবস্থিত?
উ: ১০.২৫ মাইল

৯.জোপাটিকা, ইনিয়া-৬৬ কৃষি ক্ষেত্রে কিসের নাম?
উ: উন্নত জাতের গমের নাম

১০. বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (BWMRI) কোথায় অবস্থিত?
উ: নসিপুর (দিনাজপুর)

১১. Bangladesh Development Forum এর প্রথম বৈঠক কবে ঢাকায় অনুষ্ঠিত হয়?
উ: ২০০৩ সালে

১২.বিশেষ ক্ষমতা আইন পাস হয়?
উ: ১৯৭৪ সালে

১৩. পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি যে পরিষদের কার্যাবলির অন্তর্ভুক্ত?
উ: National Economic Council বা জাতীয় অর্থনৈতিক পরিষদ

১৪. Bangladesh Public Administration & Training Centre প্রতিষ্ঠিত হয়?
উ: ২৮ এপ্রিল, ১৯৮৪

১৫. আয়তন ও জনসংখ্যায় বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন?
উ: হাজিপুর, দৌলতখান, ভোলা ( সূত্র: প. আদমশুমারি ২০১১)

Comments

Popular posts from this blog

How to learn Android app development for beginners?

Job at Trade Fair 2018

Shortcut BCS Preparation