BCS 38th Important Current affairs
#সাম্প্রতিক_দর্পণ
কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই , আগস্ট , সেপ্টেম্বর
অক্টোবর & নভেম্বর'২০১৭ সংখ্যা
---------------------------------
৩৮তম বিসিএস প্রিলি ,
৩৭তম ভাইভা, ব্যাংক পরীক্ষা
& বিশ্ব. ভর্তি পরীক্ষা প্রস্তুতি....
---------------------------------
#পরীক্ষায় সাম্প্রতিক সাধারণজ্ঞান প্রশ্ন
Common পাবার গ্যারান্টি
---------------------------------
---------------------------------
---------------------------------
** কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর'২০১৭ সংখ্যা
---------------------------------
ইউসুফ আলী:
* বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষণ কে ঐতিহাসিক দলিল হিসাবে স্বীকৃতি দিয়েছে কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান?
-- ইউনেস্কো
* বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষণ কে ঐতিহাসিক দলিল হিসাবে কত তারিখে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে?
--৩০/১০/২০১৭
* ৭৮টি দলিল মনোনয়নের মধ্যে বঙ্গবন্ধুর ভাষণ কততম?
--৪৮তম
* কত সালে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড প্রোগ্রাম চালু করে ইউনেসকো??
-- ১৯৯২ সালে
* টি-টুয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরিয়ান কে?
--ডেবিড মিলার(দক্ষিন আফ্রিকা)--৩৫ বলে সেঞ্চুরি করেন৷
* সম্প্রতি কোন জেলায় ২৮তম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়?
--বোরহান উদ্দিন, ভোলা ৷
* বাংলাদেশে পেপ্যালের পেমেন্ট সার্ভিস জুম আনুষ্ঠানিকভাবে চালু হয়?
--১৯ অক্টোবর, ২০১৭
* পদ্মা সেতু দৃশ্যমান হয় কত তারিখে?
--৩০ সেপ্টেম্বর,২০১৭(৩৭ ও ৩৮ নম্বর স্পেনের উপর স্টিলের স্ট্রাকচার বসানো হয়)
* পদ্মা সেতুর(বাংলাদেশের বৃহত্তম ও দক্ষিন এশিয়ায় ২য়) দৈর্ঘ্য- ৬.১৫ কিমি৷
* পদ্মা সেতুর পিলার-৪২টি এবং স্প্যান-৪১টি
* পদ্মা সেতু জনগণের জন্য উন্মোক্ত হলে বাংলাদেশের জিডিপি কত শতাংশ বেড়ে যাবে?
--১.২%
* খানা আয় ও ব্যয় জরিপ ২০১৬ অনুযায়ী সবচেয়ে দারিদ্র্যের হার বেশি কোন জেলায়?
-- কুড়িগ্রামে(৭০.৮%)
*১ নিঝুম দ্বীপের দেশ-- নোয়াখালি ৷
* সুন্দরবনের প্রবেশদ্বার- বাগেরহাট ৷
* হাওরকন্যা বলা হয়-- সুনামগঞ্জ
* ৯০তম অস্কারে বাংলাদেশের কোন ছবি বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে লড়বে?
--আকরাম খান পরিচালিত-খাঁচা
* বর্তমানে বিশ্বে কোন সংকটকে সবচেয়ে বড় মানবিক বিপর্যয় হিসেবে উল্লেখ করা হয়েছে -- রোহিঙ্গা সংকট
* বর্তমান বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার প্রধান "সেবাস্তিয়ান কুর্জ" কোন দেশের??
--অষ্ট্রিয়া
* 'দ্য ওয়ার্ল্ড' নামক কৃত্রিম দ্বীপটি কোন দেশ তৈরি করছে?
--সংযুক্ত আরব আমিরাত
* কুর্দিস্তানে স্বাধীনতার দাবিতে গণভোট হয়
--২৫ সেপ্টেম্বর, ২০১৭
* কাতালোনিয়ায় স্বাধীনতার দাবিতে গণভোট হয়
--১ অক্টোবর, ২০১৭
* সৌরজগতের প্রাচীনতম গ্রহের নাম-
-- বৃহস্পতি
* দেহঘড়ির আণবিক সূত্র উদঘাটন ও গবেষণার জন্য চিকিৎসায় নোবেল পুরস্কার পান কে কে?
--জেফরি সি.হল, মাইকেল রসবাশ, মাইকেল ডব্লিউ.ইয়াং(যুক্তরাষ্ট্র)
* নোবেল পুরস্কার ২০১৭ এর পুরস্কার প্রাপ্ত ব্যক্তি কতজন?
--১১ জন(সর্বকনিষ্ঠ-কাজুও ইশিগুরো(সাহিত্য)
* "নোবেল পুরস্কার ২০১৭" পদার্থবিদ্যায় কে কে লাভ করেন?
-- রেইনার ওয়েস(জার্মানি)
--ব্যারি সি ব্যারিশ(যুক্তরাষ্ট্র)
--কিপ এস, থর্ন(যুক্তরাষ্ট্র)
* "নোবেল পুরস্কার ২০১৭" রসায়নে কে কে লাভ করেন?
--জ্যাক দুবোশে(সুইজারল্যান্ড)
--জোয়াকিম ফ্রাঙ্ক(জার্মানি)
--রিচার্ড হ্যান্ডারসন(স্কটল্যান্ড)
* "নোবেল পুরস্কার ২০১৭" সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?
-- কাজুও ইশিগুরো(যুক্তরাজ্য)
* অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মনস্তত্বের প্রভাব তুলে ধরার জন্য অর্থনীতিতে "নোবেল পুরস্কার ২০১৭" লাভ করেন কে?
--রিচার্ড এইচ থ্যালার(যুক্তরাষ্ট্র)
* 'The Remains of the Day' কার সেরা উপন্যাস?
--কাজুও ইশিগুরো
* শান্তিতে "নোবেল পুরস্কার ২০১৭" পায় কোন সংগঠন?
-- ICAN
--যাত্রা শুরু ২৩ এপ্রিল, ২০০৭
--সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড
* প্রথমবারের মতো বিশ্বকাপের চুড়ান্ত পর্বে সুযোগ লাভ করে কোন দেশ?
--আইসল্যান্ড ও পানামা
* জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম শহরের নাম কি?
--টোকিও
* প্রথমবারের মতো ক্রিকেটে ৯ দলের সমন্বয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু হবে কত সালে?
--২০১৯
* প্রথমবারের মতো ক্রিকেটে ১৩ দলের সমন্বয়ে ওয়ানডে লীগ শুরু হবে কত সালে?
--২০২০ সালে
* 'বিএন নিশান' ও 'বিএন দুর্গম' কি?
--বাংলাদেশে নির্মিত যুদ্ধজাহাজ
* WHO কবে BIRDEM-কে তাদের সহযোগী কেন্দ্র হিসেবে মর্যাদা দেয়?
--১৯৮২ সালে
* 'শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক' কোথায় অবস্থিত?
--বেজপাড়া , যশোর
* মগবাজার-মৌচাক ফ্লাইওভারের দৈর্ঘ্য কত?
--৮.৭০ কিলোমিটার ৷
* ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত?
--২৪ কিমি
* দেশের প্রথম ও একমাত্র ৬ লেন বিশিষ্ট ফ্লাইওভার নির্মিত হচ্ছে কোথায়?
-- ফেনীর মহিপালে
* ভাসানচর কোথায় অবস্থিত?
--হাতিয়া, নোয়াখালী৷
* দেশের প্রথম স্মার্টফোন কারখানা কোথায় অবস্থিত?
--চন্দ্রা, গাজীপুর ৷
* "The Coaliton Years: 1996 to 2012" নামক আত্মজীবনীমূলক গ্রন্থের লেখক কে?
--প্রণব মুখার্জী
* ফেসবুক লাইক বাটনের উদ্ভাবক--
--জাস্টিন রোজেনসটিন
* "বিশ্ব জনসংখ্যা রিপোর্ট-২০১৭"
-- বিশ্বের মোট জনসংখ্যা-৭৫৫ কোটি
--বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার- ১.২%
--জনসংখ্যায় বৃহত্তম দেশ- চীন
--নারী প্রতি সর্বাধিক প্রজনন হারের দেশ-নাইজার(৭.২ জন)
--নারী প্রতি কম প্রজনন হারের দেশ- মলদোভা ও পোল্যান্ড(১.২ জন)
--সার্কভুক্ত যে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক-- আফগানিস্তান(৩.০%)
--সার্কভুক্ত যে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কম- শ্রীলংকা(০.৫%)
--বাংলাদেশের জনসংখ্যা- ১৬.৪৭ কোটি
--জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান- অষ্টম
--বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার-১.১%
--জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক যে দেশে-ওমান
--জনসংখ্যা বৃদ্ধির হার কম যে দেশে- সিরিয়া
* ২০১৭ সালের সিডনি শান্তি পুরস্কার লাভ করে--
--Black Lives Matter(BLM)
* ২০১৭ সালের ফিফা'র বর্ষসেরা ফুটবলার--
**পুরুষ: ক্রিশ্চিয়ানো রোনালদো(রিয়াল মাদ্রিদ/পর্তুগাল)
**মহিল: লিকা মার্টেনস(বার্সেলোনা/নেদারল্যান্ডস)
* জর্জ সন্ডার্স কোন গ্রন্থের জন্য ২০১৭ সালের ম্যান বুকার পুরস্কার লাভ করেন?
--Lincoln in the Bardo.
* খানা আয় ও ব্যয় জরিপ-২০১৬ অনুযায়ী বাংলাদেশে দারিদ্র্যের হার কত?
--২৪.৩%
* খানা আয় ও ব্যয় জরিপ-২০১৬ অনুযায়ী বাংলাদেশে স্বাক্ষরতার হার কত?
--৬৫.৬%
* নবম ডি-৮ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
--ইস্তাম্বুল, তুরস্ক
* COP-23 কবে অনুষ্ঠিত হচ্ছে?
-- ৬-১৭ নভেম্বর,২০১৭
* COP-23 কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
--বন, জার্মানি
* COP-24 কবে অনুষ্ঠিত হবে?
-- ৫-১৬ নভেম্বর, ২০১৮
* COP-24 কোথায় অনুষ্ঠিত হবে?
--কেটুইয়েস , পোল্যান্ড
* ১২ অক্টোবর,২০১৭ কোন দেশ UNESCO'র সদস্য পদ ত্যাগের ঘোষণা দেয়?
-- যুক্তরাষ্ট্র
* COMESA এর বর্তমান সদস্য সংখ্যা- ২০(সর্বশেষ-তিউনেশিয়া)
* WIPO এর বর্তমান সদস্য সংখ্যা - ১৯১
--১৯০ তম- মার্শাল দ্বীপপুঞ্জ
--১৯১ তম- পূর্ব তিমুর
* ইন্টারপোলের বর্তমান সদস্য সংখ্যা কত?
--১৯২
সর্বশেষ: ১৯১তম- ফিলিস্তিন
: ১৯২তম- সলোমন দ্বীপপুঞ্জ
* UNESCO' র ১১তম ও বর্তমান মহাপরিচালক এর নাম কি?
-- আদ্রেঁ আজুলে(ফ্রান্স)
* 'ব্লু-হোয়েল' নামক সুইসাইড গেম এর স্রষ্টা
-- ফিলিপ বুদেইকিন(রাশিয়া)
* ইরাকি কুর্দিস্তানের রাজধানীর নাম কি?
--ইরবিল
* কাতালোনিয়ার স্বাধীনতাকামী নেতা কে?
--কার্লুস পুজদেমন
* কাতালোনিয়ার রাজধানীর নাম কি?
--বার্সেলোনা৷
* MCC কমিটিতে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে স্থান পায়-
-- সাকিব আল হাসান
* বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট(BRRI) এর উদ্ভাবিত মোট ধানের জাত কয়টি?
-- ৮৬টি
--হাইব্রিড ধানের জাত-৬টি
* বাংলাদেশ বিশ্ব পরমানু ক্লাবের কততম সদস্য?
--৩২তম । ইউসুফ আলী*
.
.
.
--------------------------------
কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর'২০১৭ সংখ্যা
--------------------------------
Ovro Chowdhury
--------------------------------
.
.
* ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৮তম উপাচার্য -- অধ্যাপক
ড. মো. আখতারুজ্জামান ।
* তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের
শিক্ষক ।
* দেশের ১১তম শিক্ষা বোর্ড -- ময়মনসিংহ।
* সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'Mother of Humanity' বা 'মানবতার মা' আখ্যা দিয়েছে --
ব্রিটিশ মিডিয়া ।
* রেমিট্যান্স অর্জনে বাংলাদেশ বর্তমানে বিশ্বে --
৮ম ।
* ২০১৭ সালের বৈশ্বিক জলবায়ু ঝঁকি সূচকে বাংলাদেশের অবস্হান -- ৬ষ্ঠ ।
* বাংলাদেশে বিনিয়োগে বর্তমানে শীর্ষ দেশ --
সিঙ্গাপুর ।
* সম্প্রতি বাংলাদেশের যে পণ্য 'ভৌগোলিক নির্দেশক পণ্যের' স্বীকৃতি পেয়েছে -- ইলিশ ।
* যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্হান
-- ৩য় । শীর্ষে চীন।
* বাংলাদেশ পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে স্বাক্ষর
করে --- ২০ সেপ্টেম্বর ২০১৭।
* প্রথম দেশ হিসেবে পেপারলেস ট্রেড চুক্তিতে স্বাক্ষর
করে --- বাংলাদেশ। ২৯ আগস্ট ২০১৭।
* দেশে বর্তমানে সাক্ষরতার হার --- ৭২.৩ শতাংশ ।
* দেশে বর্তমানে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা
--- ১৮৮ জন । সেপ্টেম্বর ২০১৭ ।
* দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল অবস্হিত ---
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার গোড়াআমখোলা পাড়া গ্রামে।
* যুক্তরাষ্ট্রের যে অঙ্গরাজ্যটি বর্তমানে স্বাধীনতা
চাচ্ছে --- ক্যালিফোর্নিয়া ।
* সম্প্রতি উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের কোন অঞ্চলে সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছে --
গুয়াম ।
* ৩১তম ASEAN শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে --
পামপাঙ্গা , ফিলিপাইন । ১৩ - ১৪ নভেম্বর,২০১৭।
* WTO মন্ত্রী পর্যায়ের একাদশ সম্মেলন অনুষ্ঠিত হবে
--- ১০-১৩ ডিসেম্বর , ২০১৭। বুয়েন্স আয়ার্স , আর্জেন্টিনা।
* ২৫ তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে
--- অস্ট্রেলিয়া । ১৬ এপ্রিল ,২০১৮ ।
* নবম BRICS শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় --
জিয়ামেন , চীন । ৩-৫ সেপ্টেম্বর , ২০১৭।
* ১০ তম BRICS সম্মেলন অনুষ্ঠিত হবে ---
জোহানেসবার্গ , দক্ষিণ আফ্রিকা । ২০১৮ সালে ।
* প্রথম OIC বিজ্ঞান ও প্রযুক্তি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত
হয় -- আস্তানা , কাজাখস্তান।
* ২০১৭ সালের বৈশ্বিক মানবসম্পদ সূচকে শীর্ষ দেশ
-- নরওয়ে। সর্বনিম্ন দেশ -- ইয়েমেন ।
* বৈশ্বিক মানবসম্পদ সূচকে বাংলাদেশের অবস্হান
-- ১১১তম।
* ২০১৭ সালের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা প্রতিবেদনে শীর্ষ দেশ -- সুইজারল্যান্ড । সর্বনিম্ন দেশ
--- ইয়েমেন ।
* বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা প্রতিবেদনে বাংলাদেশের অবস্হান -- ৯৯তম।
* সুপার ম্যালেরিয়া প্রথম ধরা পড়ে -- কম্বোডিয়ায়।
২০০৮ সালে ।
* 'ইদলিব' প্রদেশটি -- সিরিয়ায় অবস্হিত।
* ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিট অনুমোদিত হয় --
১২ সেপ্টেম্বর , ২০১৭ ।
* 'ইরমা' -- আটলান্টিক মহাসাগরে সৃষ্ট শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়।
* সম্প্রতি 'হাইড্রোজেন বোমা'র সফল পরীক্ষা চালায়
--- উত্তর কোরিয়া ।
* ম্যাগাজিন রাফ গাইড এর এক প্রতিবেদন মতে
বিশ্বের সবচেয়ে সুন্দর দেশ --- স্কটল্যান্ড।
* টাইমস সাময়িকী' র মতে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়
--- ইউনিভার্সিটি অব অক্সফোর্ড।
* 'আরসা' কোন দেশের গেরিলা গোষ্ঠী -- মিয়ানমার।
* বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরের নাম কী ?
--- দাদাব
* জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন --- স্লোভেনিয়ার কূটনীতিক মিরোস্লাভ লাজক্যাক।
* জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার
--- জায়েদ রাদ আল হুসেইন।
* ফরচুন ম্যাগাজিনের 'চেঞ্জ দ্যা ওয়ার্ল্ড ২০১৭' শীর্ষক
তালিকায় বাংলাদেশের অবস্হান -- ২৫তম।
* সম্প্রতি মিয়ানমারের সাথে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে --- মালদ্বীপ ।
* ভারতে প্রথমবারের মতো নারী হিসেবে পূর্ণ প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব লাভ করেন -- নির্মলা সীতারমণ।
* ভারতের বৃহত্তম ও বিশ্বের ২য় বৃহত্তম বাঁধের নাম
--- সরদার সরোবর বাঁধ। বিশ্বের বৃহত্তম বাঁধ ---
গ্র্যান্ড কুলি বাঁধ ।
* 'What Happened' গ্রন্হের রচয়িতা --- হিলারি ক্লিনটন।
* 'Perfect Hostage' -- মিয়ানমারের নেত্রী অং সান সু চি'র জীবনীগ্রন্হ । রচয়িতা ব্রিটিশ লেখক জাস্টিন উইন্টল।
* 'The Floating Man' --- রোহিঙ্গাদের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র।
* চীনের 'ওয়ান বেল্ট ওয়ান রোড ' কর্মসূচীর প্রবক্তা
--- শি চিন পিং ।
* Lioyd's List এর তথ্য মতে বিশ্বের শীর্ষ বন্দর
--- সাংহাই, চীন।
* 'অপারেশন ক্লিয়ারেন্স' --- মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক পরিচালিত রাখাইন রাজ্যকে রোহিঙ্গামুক্ত করতে সামরিক অভিযান ।
* 'টাটামাডো' --- মিয়ানমারের সেনাবাহিনীর স্হানীয়
নাম।
* '৯৬৯' -- মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক গঠিত সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী ।
* 'মা বা থা' --- মিয়ানমারে কট্টর বৌদ্ধদের সংগঠন।
ধর্মগুরু -- আশিন উইরাথু ।
* হার্ভে , মারিয়া -- সাম্প্রতিক সময়ে সংগঠিত শক্তিশালী ঘূর্ণিঝড় / হারিকেন এর নাম ।
* বিশ্বে শীর্ষ পাম তেল উৎপাদনকারী ও রপ্তানিকারক
দেশ -- ইন্দোনেশিয়া।
* সিঙ্গাপুরে প্রথম নারী প্রেসিডেন্ট --- হালিমা ইয়াকুব।
* ট্রান্সফার ফি বিবেচনায় বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাব -- ম্যানচেস্টার সিটি ।
* ২০১৭ সালের ইউএস ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন
--- রাফায়েল নাদাল (স্পেন ) । মহিলা এককে
চ্যাম্পিয়ন -- স্লোয়ানে স্টিফেন্স ( যুক্তরাষ্ট্র)।
.
--------------------------------------
------------------------
.
.
--------------------------------
কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর'২০১৭ সংখ্যা
--------------------------------
Ovro Chowdhury
--------------------------------
.
.
* কাগজবিহীন বাণিজ্য সহজীকরণ চুক্তিতে সর্বপ্রথম স্বাক্ষর করে -- বাংলাদেশ , ২৯ আগস্ট ২০১৭।
* সবকটি টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে ইনিংসে পাঁচ উইকেট নেওয়া ৪র্থ বোলার -- সাকিব আল হাসান ।
* আইএস ঘোষিত রাজধানী -- রাক্কা, ইরাক।
* মিয়ানমারের সামরিক জান্তা রোহিঙ্গাদের নাগরিকত্ব হরণ করে -- ১৯৮২ সালে ।
* হারাকাহ আল ইয়াকিন -- রোহিঙ্গা সশস্ত্র বিদ্রোহী সংগঠন।
* আরশাল শহরটি -- লেবাননে অবস্হিত।
* ভারতের বিতর্কিত ধর্মগুরু -- রাম রহিম সিং ।
* কন্ঠসৈনিক আব্দুল জব্বার মৃত্যুবরণ করেন -- ৩০ আগস্ট , ২০১৭ ।
* আব্দুল জব্বারের গাওয়া তিনটি বিখ্যাত গান
১৷ ওরে নীল দরিয়া.....
--গীতিকার-মুকুল চৌধুরী
--সুরকার-আলম খান
২৷ সালাম সালাম হাজার সালাম.....
--সুরকার-আব্দুল জব্বার
--গীতিকার- ফজল-এ-খোদা
৩৷ তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়.....
--গীতিকার- মোহাম্মদ মনিরুজ্জামান
--সুরকার-- সত্য সাহা
* সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা সংক্রান্ত আপিল বিভাগ পূর্ণাঙ্গ রায় দেয় -- ০১ আগস্ট,২০১৭ ।
* এই রায়ের ফলে সংবিধানের ৯৬ অনুচ্ছেদের ২,৩,৪,৫,৬ ও ৭ ধারা পুনঃস্হাপিত হয়েছে ।
* ৩ - ৫ সেপ্টেম্বর ২০১৭ চীনের জিয়ামেনে কোন আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে ?
-- BRICS সম্মেলন ( নবম সম্মেলন ) ।
* কাজাখস্তানের আস্তানায় প্রথম OIC বিজ্ঞান ও প্রযুক্তি শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে ?
-- ১০ - ১১ সেপ্টম্বর ২০১৭।
* BIMSTEC এর নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন --
বাংলাদেশের এম শহীদুল ইসলাম।
* সম্প্রতি ব্রিটিশ হাইকোর্টে প্রথম বাংলাদেশী হিসেবে বিচারপতি হয়েছেন-- আখলাকুর রহমান চৌধুরী।
* জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হবে -- প্রতি বছর ২ ফেব্রুয়ারি ।
* 'হাম্বানটোটা' -- গভীর সমুদ্রবন্দর শ্রীলংকায় অবস্হিত
* 'হামফ্রেইস' কী -- দক্ষিণ কোরিয়ার একটি সামরিক ঘাঁটি ।
* পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী -- শহীদ খাকান আব্বাসি ।
* জামদানি -- বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য ।
* বাংলাদেশের দ্বিতীয় ভৌগোলিক নির্দেশক পণ্য -- ইলিশ মাছ ।
* WIPO -- জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্হা , যা ভৌগোলিক নির্দেশক পণ্যের নিবন্ধন দেয়।
# বিশ্ব বাণিজ্য সংস্হা ( WTO) পরিসংখ্যান রিপোর্ট ২০১৭ ----
* পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্হান
-- দ্বিতীয় । ( প্রথম -- চীন )
* বস্ত্র রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ কোনটি ?
-- চীন । ( বাংলাদেশ -- ষষ্ঠ)
* বিশ্বের কোন দেশ সবচেয়ে বেশি বস্ত্র আমদানি করে
-- যুক্তরাষ্ট্র ।
* বিশ্বের কোন দেশ সবচেয়ে বেশি মোটরগাড়ি রপ্তানি করে ?
-- জাপান । আমদানিতে শীর্ষ দেশ -- যুক্তরাষ্ট্র ।
* লোহা ও ইস্পাত রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ -- চীন।
* বিশ্বের কোন দেশ সবচেয়ে বেশি কৃষিপণ্য আমদানি ও রপ্তানি করে -- যুক্তরাষ্ট্র ।
* সার্বিক বাণিজ্যের দৃষ্টিকোণ থেকে বিশ্বে রপ্তানি ও আমদানিতে শীর্ষ দেশ -- যুক্তরাষ্ট্র ।
* সালমান রুশদির নতুন উপন্যাস -- The Golden House । ১৩ তম উপন্যাস ।
* কমনওয়েলথ সাহিত্য পুরস্কারপ্রাপ্ত তাহমিমা আনাম রচিত তৃতীয় উপন্যাস -- The Bones Of Grace ।
* বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র -- গন্তব্য ।
* গন্তব্য চলচ্চিত্রের মূল গল্পটি নেয়া হয়েছে সঞ্জীবন শিকদারের পথনাটক 'কই বলল' থেকে ।
* গন্তব্য চলচ্চিত্রের পরিচালক -- অরণ্য পলাশ ।
* বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকান্ড নিয়ে নির্মিত কাহিনীচিত্র
-- ইতিহাসের কৃষ্ণপক্ষ ।
* 'মহামানবের দেশে' নামক গল্প অবলম্বনে 'ইতিহাসের কৃষ্ণপক্ষ' কাহিনীচিত্রটি নির্মিত হয়েছে।
* ২৯ - ৩০ জুলাই ২০১৭ 'পানি সম্মেলন' অনুষ্ঠিত হয়
-- ঢাকা , বাংলাদেশ ।
* BIMSTEC পররাষ্ট্রমন্ত্রীদের পঞ্চদশ বৈঠক অনুষ্ঠিত হয় -- কাঠমান্ডু, নেপাল । ১১ আগস্ট , ২০১৭ ।
* যুদ্ধ- সংঘাতে মানসিকভাবে আহতদের সহায়তার জন্য ম্যাগসেসে পুরস্কার ২০১৭ পান -- শ্রীলংকার গেথসি শানমুগাম ।
* ম্যাগসেসে পুরস্কার ২০১৭ দেওয়া হয়েছে -- একটি প্রতিষ্ঠান , তিনজন পুরুষ ও দুইজন নারীকে ।
# EIU এর বৈশ্বিক বাসযোগ্যতা প্রতিবেদন ২০১৭ ---
* বাসযোগ্য সবচেয়ে ভাল শহর -- মেলবোর্ন ( অস্ট্রেলিয়া )।
* বাসযোগ্য সবচেয়ে অনুপযোগী শহর -- দামেস্ক ( সিরিয়া)।
* বৈশ্বিক বাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্হান -- ১৩৭তম ( ১৪০টি দেশের মধ্যে) ।
* জাপানের রাজধানী টোকিওতে ৩২তম গ্রীস্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে -- ২৪ জুলাই থেকে
৯ আগস্ট ২০২০ সালে ।
* ৩৩তম ও ৩৪তম গ্রীস্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে -- ২০২৪ সালে (প্যারিস,ফ্রান্স) ও ২০২৮ সালে(লস অ্যাঞ্জেলেস,যুক্তরাষ্ট্র)
* বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০১৭ দ্রুততম মানব ও মানবী -- জাস্টিন গ্যাটলিন (যুক্তরাষ্ট্র) ও টোরি বোউয়ি (যুক্তরাষ্ট্র) ।
* CIHEFE এর গবেষণা অনুযায়ী স্প্যানিশ লা লিগার সর্বকালের সেরা খেলোয়াড় -- লিওনেল মেসি ।
* ক্রিকেটে একজন ব্যাটসম্যান কতটি উপায়ে আউট হতে পারে -- ০৯টি উপায়ে ।
# 'ওয়েবওমেট্রিক্স রেংকিং অব ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ' এর প্রতিবেদন অনুযায়ী ---
* বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় -- হার্ভার্ড বিশ্ববিদ্যালয় , যুক্তরাষ্ট্র ।
* এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয় -- ইউনিভার্সিটি অব টোকিও , জাপান । বৈশ্বিক অবস্হান ৪৩ তম ।
* দক্ষিণ এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয় -- ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি বোম্বে, ভারত । বৈশ্বিক অবস্হান -- ৫৬১ তম ।
* বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় -- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় । বৈশ্বিক অবস্হান -- ২০৬১।
* ASEAN প্রতিষ্ঠার ৫০ বছরের সুবর্ণজয়ন্তী পালন করে -- ৮ আগস্ট ২০১৭ ।
* ভারতের ১৩ তম উপ-রাষ্ট্রপতি -- ভেঙ্কাইয়া নাইডু।
* 'বিগ বেন' স্হাপন করা হয় -- ১৮৫৮ সালে । এটি 'এলিজাবেথ টাওয়ারে' অবস্হিত ।
* 'এলিজাবেথ টাওয়ার' এর সংস্কার কাজের জন্য 'বিগ
বেন' টি বন্ধ করা হয় -- ২১ আগস্ট ২০১৭।
* কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস কলম্বিয়ায় ৫৩ বছরের যুদ্ধ অবসানের আনুষ্ঠানিক ঘোষণা দেন --১৫ আগস্ট ,২০১৭।
* আন্তর্জাতিক মুদ্রা তহবিল(IMF) এর বাংলাদেশস্হ কার্যালয় -- আগারগাঁও ।
* ঢাকা উত্তর সিটি করপোরেশন ( DNCC)এর বর্তমান ওয়ার্ড সংখ্যা -- ৫৪ টি । ঢা. দক্ষিণ সিটি কর. (DSCC)
ওয়ার্ড সংখ্যা -- ৭৫টি ।
* সম্প্রতি যুক্তরাষ্ট্রে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটে -- ২১ আগস্ট ২০১৭ । বাংলাদেশে সর্বশেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয় ২০০৯ সালে।বাংলাদেশে পরবর্তী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে ১০৫ পর ।
* দেশের প্রথম ইলেকট্রনিক বই -- একুশ ই বুক ।
* জলবায়ু পরিবর্তন রোধে গঠিত গ্রীন ক্লাইমেট ফান্ড (GCF) এর সদর দপ্তর -- ইনচিয়ন , দক্ষিণ কোরিয়া।
* পিঁপড়ার কামড়ে থাকে -- ফরমিক এসিড ।
* চিকুনগুনিয়া রোগটি -- পতঙ্গবাহিত ।
* হট - মেইল -- ওয়েবভিত্তিক ই-মেইল সেবা ।
* দেশে নৌ থানা সংখ্যা -- ১৭টি ।
* বর্তমানে মোবাইল ইন্টারনেট গতি সবচেয়ে বেশি --
নরওয়ে ।
* ২০১৭ সালের অর্থপাচার ও সন্ত্রাসের অর্থায়ন প্রতিরোধ সূচকে ঝুঁকিপূর্ণ দেশ -- ইরান । বাংলাদেশের অবস্হান -- ৮২ তম ।
* বঙ্গবন্ধু গোটা জীবনে কারাগারে ছিলেন -- ৪৬৮২ দিন।
* নায়করাজ রাজ্জাক মৃত্যুবরণ করেন -- ২১ আগস্ট , ২০১৭।
* ঢালিউডে নায়ক হিসেবে নায়করাজ রাজ্জাকের প্রথম চলচ্চিত্র -- জহির রায়হানের 'বেহুলা' ( ১৯৬৬)।
.
------------------------------------
---------------------------------
কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট ২০১৭' সংখ্যা
--------------------------------
---------------------------------
• বর্তমান বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশ কত তম ?
-- ২য় । প্রথম চীন ।
• কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার জন্য কাতারকে
সম্প্রতি কয়টি শর্ত দেওয়া হয়েছে ?
-- ১৩ টি ।
• সম্প্রতি সেরা বাঙ্গালি পুরস্কার ২০১৭ লাভ করে কে?
-- মাশরাফি বিন মর্তুজা । ক্রীড়া সংক্রান্ত ।
• আন্তর্জাতিক মানব পাচার প্রতিরোধ দিবস কত
তারিখে ?
-- ৩০ জুলাই ।
• ২৯ - ৩১ জুলাই ৩ দিন ব্যাপী পানি সম্মেলন কোথায়
অনুষ্ঠিত হয় ?
-- ঢাকা , বাংলাদেশ ।
• পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর নাম কী ?
-- শাহিদ খোকন আব্বাসি ।
• " আ ফুল লাইফ " শীর্ষক বইটির লেখক কে ?
-- সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ।
• আন্তিওকুইয়া প্রদেশটি কোথায় অবস্হিত ?
-- কলম্বিয়া ।
• বর্তমানে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া মোট
বীরাঙ্গনার সংখ্যা কত ?
-- ১৮৫ জন ।
• বর্তমানে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া মোট
শব্দ সৈনিকের সংখ্যা কত ?
-- ২৫৩ জন ।
• ৭- ৮ জুলাই ২০১৭ জার্মানির হার্মবুর্গে G 20
এর কত তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ?
-- ১২ তম ।
• ২০১৮ সালে G 20 এর ১৩ তম শীর্ষ সম্মেলন
কোথায় অনুষ্ঠিত হবে ?
-- বুয়েন্স আয়ার্স , আর্জেন্টিনা ।
• G 20 ভুক্ত সদস্য দেশ কয়টি ?
-- ১৯ টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন ।
• গম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ?
-- চীন ।
• গম রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ?
-- যুক্তরাষ্ট্র ।
• ধান / চাল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ?
-- চীন ।
• ধান / চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ?
-- ভারত ।
• ধান উৎপাদনে বাংলাদেশের অবস্হান কততম ?
-- ৪র্থ ।
• ডাল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ?
-- ভারত
• ডাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ?
-- যুক্তরাষ্ট্র ।
• ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ?
-- যুক্তরাষ্ট্র ।
• মাছ উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ?
-- চীন ।
• দেশের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কী ?
-- বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১ ।
• চর্যাপদের ইংরেজি অনুবাদকৃত বইয়ের নাম কী?
-- মিস্টিক পোয়েট্রি অব বাংলাদেশ ।
• বাংলাদেশের কোন জেলায় সর্বপ্রথম চিকুনগুনিয়ার
আবির্ভাব ঘটে ?
-- রাজশাহী । ২০০৮ সালে ।
• বর্তমানে বাংলাদেশে মোট আর্থিক প্রতিষ্ঠানের
সংখ্যা কয়টি ?
-- ৩৪ টি ।
• নতুন আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স কে প্রদান করে ?
-- বাংলাদেশ ব্যাংক ।
• প্রথম ন্যানো স্যাটেলাইট ' ব্র্যাক অন্বেষা ' তৈরি করেন
বাংলাদেশের কোন তিন শিক্ষার্থী ?
-- রায়হানা শামস ইসলাম অন্তরা, আবদুল্লা হিল
কাফি এবং মাইসুন ইবনে মনোয়ার ।
# যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক মানবসম্পদবিষয়ক
পরামর্শক প্রতিষ্ঠান MERCER 'র প্রকাশিত জরিপ
অনুযায়ী......
• বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি ?
-- লুয়ান্ডা , অ্যাঙ্গোলা ।
-- ঢাকার অবস্হান - ৩৮তম ।
• বিশ্বের সবচেয়ে কম ব্যয়বহুল শহর কোনটি ?
-- তিউনিস , তিউনিসিয়া ।
• প্রবাসীদের জন্য দক্ষিণ এশিয়ার সবচেয়ে
ব্যয়বহুল শহর কোনটি ?
-- ঢাকা ।
• বিশ্বের সবচেয়ে দামি পাসপোর্টধারী দেশ কোনটি ?
--- জার্মানি ।
--- বাংলাদেশের অবস্হান -- ৯৫ তম ।
• মানব শরীরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের
সংক্রমণ ঘটে কোন মশকীর কামড়ের মাধ্যমে ?
---- Aedes aegypti ওAedes albopictus।
• আলেপ্পো , মসুল এবং রাক্কা শহরগুলো কোথায়
অবস্হিত ?
--- সিরিয়া । মসুল শহরটি ইরাকে অবস্হিত ।
• ঐতিহাসিক গ্র্যান্ড আল - নূর মসজিদটি কোথায়
অবস্হিত ?
--- মসুল , ইরাক ।
• আম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি ?
--- রাজশাহী ।
• আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি ?
--- মুন্সিগঞ্জ ।
• বাংলাদেশে বর্তমানে স্হলবন্দর কয়টি ?
--- ২৩ টি । বাল্লা , হবিগঞ্জ ।
• ইসলামী সহযোগিতা সংস্হার ( OIC ) ৪৫ তম পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন কবে , কোথায় অনুষ্ঠিত হবে ?
--- ২০১৮ সালে ঢাকায় ।
• পাট আইন ২০১৭ কার্যকর হয় কবে ?
-- ৫ জুন ২০১৭ ।
• ১ জুলাই ২০১৭ বিশ্ব স্বাস্হ্য সংস্হার ( WHO )
অষ্টম মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে ?
-- তেদ্রোস আধানম গেবিয়াসেস ( ইথিওপিয়া )।
• সম্প্রতি কোন দুটি দেশ টেস্ট খেলুড়ে দেশের
মর্যাদা লাভ করে ?
-- আফগানিস্তান ও আয়ারল্যান্ড ।
• টেস্ট ক্রিকেটে বর্তমান সদস্য সংখ্যা কত?
-- ১২ টি ।
• ব্রিটিশ সাম্রাজ্যের বাইরে আইসিসি'র পূর্ণাঙ্গ সদস্য
পদ পাওয়া প্রথম দেশ কোনটি ?
-- আফগানিস্তান ।
• উইম্বলডন চ্যাম্পিয়নশীপ ২০১৭ জয় লাভ করে
কে কে ?
-- পুরুষ --- রজার ফেদেরার ( সুইজারল্যান্ড )
-- মহিলা --- গারবিনে মুখুরুজা ( স্পেন )
• ফিফা কনফেডারেশন কাপ ২০১৭ চ্যাম্পিয়ন হয়
কোন দেশ ?
-- জার্মানি ।
• বিদেশের মাটিতে চীনের প্রথম সামরিক ঘাঁটি তৈরি
হচ্ছ কোথায় ?
--- Horn of Africa বা আফ্রিকার শিং নামে পরিচিত
জিবুতি ।
• ২০১৭ সালে রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার
' দ্যা অর্ডার অব সেন্ট অ্যান্ডু ' প্রধান করা হয় কোন
ব্যক্তিকে ?
-- চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে ।
• ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ইসরাইল সফর
কে ?
-- নরেন্দ্র মোদি ।
• 'ডোকলাম তরাই ' অঞ্চলটি কোথায় অবস্হিত ?
-- ভারত , ভুটান ও চীনের সীমানায় ত্রিভুজাকৃতি
বিন্দুতে অবস্হিত ।
• ভারতের ১৪ তম রাষ্ট্রপতির নাম কী ?
-- রামনাথ কোবিন্দ ।
• ২০১৭ সালে অনুষ্ঠিত ভারতের রাষ্ট্রপতি নির্বাচন
কততম ?
-- ১৪ তম ।
• সৌদিআরবের নতুন বাদশার নাম কী ?
-- মোহাম্মদ বিন সালমান ।
• নবনিযুক্ত প্রধানমন্ত্রীর একান্ত সচিবের নাম কী ?
-- ওয়াহিদা আক্তার ।
• সম্প্রতি মৃত্যুবরণ করা শান্তিতে নোবেল বিজয়ী
চীনা লেখক ও মানবাধিকার কর্মীর নাম কী ?
-- লিউ জিয়াওবো ।
• সম্প্রতি ইসলামি সহযোগিতা সংস্হার ( ওআইসি)
পররাষ্ট্রমন্ত্রীদের ৪৪তম বৈঠক অনুষ্ঠিত হয় কোথায় ?
-- আইভরিকোস্ট ।
• নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের নতুন
বইয়ের নাম কী?
-- ফার্স্টবয়দের দেশ ।
• জাতিসংঘের সর্বকনিষ্ঠ শুভেচ্ছা দূত কে ?
-- সিরীয় উদ্বাস্তু / শরণার্থী মুজুন আলমেলেহান ।
• ২০১৭ সালের SDG সূচকে শীর্ষ দেশ কোনটি ?
-- সুইডেন ।
• ২০১৭ সালের SDG সূচকে সর্বনিম্ন দেশ কোনটি ?
-- মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ।
• ২০১৭ সালের SDG সূচকে বাংলাদেশের অবস্হান
বিশ্বে কততম ?
-- ১২০ তম।
• শরণার্থী আশ্রয়দানে শীর্ষ দেশ কোনটি ?
-- তুরস্ক ।
• কোন দেশের লোক সর্বাধিক শরণার্থী হয়েছে ?
-- সিরিয়া ।
• ক্রাকাউ শহরটি কোথায় অবস্হিত ?
-- পোল্যান্ড । ২- ১২ জুলাই এই শহরে UNESCO র
বিশ্ব ঐতিহ্য কমিটির ৪১ তম বৈঠক বসে ।
• বিশ্বের সর্ববৃহৎ যুদ্ধজাহাজের নাম কী ?
-- USS GERALD R FORD । যুক্তরাষ্ট্র ।
• ৪ জুলাই ২০১৭ উত্তর কোরিয়া প্রথমবারের মতো
সফল আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় ।
ক্ষেপণাস্ত্রটির নাম কী?
-- হোয়াসং - ১৪ ।
• বর্তমানে স্বল্পোন্নত দেশ ( LDC ) কতটি ?
-- ৪৭ টি ।
• সর্বশেষ কোন দেশটি LDC ভুক্ত হয়?
-- দক্ষিণ সুদান ।
• সম্প্রতি কোন দেশটি LDC থেকে বেরিয়ে উন্নয়নশীল
দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ?
-- নিরক্ষীয় গিনি ।
• বিশ্বে জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি ?
-- চীন ।
• বিশ্বে জনসংখ্যায় সর্বনিম্ন দেশ কোনটি ?
-- ভ্যাটিকান সিটি ।
• জনসংখ্যার ঘনত্বে ( প্রতি বর্গ কিমি ) শীর্ষ দেশ
কোনটি ?
-- মোনাকো ।
• জনসংখ্যায় বাংলাদেশের অবস্হান বিশ্বে কততম ?
-- অষ্টম ।
______________________________
_____________________
কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই'২০১৭ সংখ্যা
__________________
.
• ১২ তম G- 20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে
-- হার্মবুগ , জার্মানি । ৮ - ৯ জুলাই , ২০১৭ ।
• বঙ্গবন্ধুর নির্বাচিত ভাষণ নিয়ে রচিত গ্রন্হের
নাম কি ?
-- ওঙ্কায় সমগ্র ।
• সম্প্রতি আন্তর্জাতিক কোন বইয়ে প্রধানমন্ত্রী
শেখ হাসিনা প্রচ্ছদ হিসেবে এবং বিশ্বের
শক্তিশালী ১৮ নারী নেতৃত্বের মধ্যে স্হান
পেয়েছেন ?
-- উইমেন প্রেসিডেন্টস এন্ড প্রাইম মিনিস্টার ,
লেখক - রিচার্ড ওব্রায়েন ।
• ৭০ তম কান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র
কোনটি ?
-- দ্যা স্কয়ার ।
• জাপানের পরবর্তী সম্রাটের নাম কি ?
-- প্রিন্স নারুহিতো । বর্তমান সম্রাট --
সম্রাট আকিহিতো ।
• মুসলমান অধ্যুষিত মারায়ি অঞ্চল কোথায় অবস্হিত ?
-- ফিলিপাইন ।
• কোন গ্রন্হের জন্য ডেভিড গ্রসম্যান ২০১৭
সালে ম্যান বুকার ইন্টা. পুরস্কার লাভ করেন ?
-- A Horse Walks Into a Bar ।
• বিশ্বের বৃহত্তম সামারিক বাহিনীর দেশ
-- চীন ।
• বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের সামারিক ঘাঁটি
রয়েছে
-- ৬৩ টি দেশে (মোট প্রায় ৮০০ টি)
• বিশ্বে পরমাণু সাবমেরিনের অধিকারী
দেশ
-- ৬টি (যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া,
চীন,ব্রিটেন ও ভারত) ।
• পৃথিবীর সবচেয়ে বেশী মুদ্রাস্ফীতির দেশ
--জিম্বাবুয়ে ।
• যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
দায়িত্ব গ্রহণের পর প্রথম কোন দেশ
সফর করেন ?
-- সৌদিআরব ।
• SAARC এর বর্তমান মহাসচিব কে ?
-- আমজাদ হোসেন সিয়াল ।
১২ তম মহাসচিব ।
• বিশ্বব্যাংক ও এডিবির বিকল্প হিসেবে
কোন ব্যাংক গঠিত হয়েছে ?
-- Asian Infrastructure Investment
Bank ( AIIB ) ।
• বিশ্ববাজারে অপরিশোধিত তেলের
মূল্য নিয়ন্ত্রণ করে কোন বৈশ্বিক অর্থনৈতিক
সংস্হা ?
-- OPEC । OPEC ভুক্ত দেশ - ১৪ টি ।
• জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্হা
( UNEP ) ও জলবায়ু বিষয়ক সংস্হা ( WMO )
এর মিলিত উদ্যোগে কোন সংস্হা প্রতিষ্ঠা
লাভ করে ?
-- IPCC ।
• গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিনের তথ্য
মতে বিশ্বের সবচেয়ে ধনী দেশ কোনটি ?
-- কাতার । গরীব দেশ --- মধ্য আফ্রিকান
প্রজাতন্ত্র । বিশ্বের ১৮৯ টি ধনী দেশের মধ্যে বাংলাদেশের অবস্হান ১৪৩ তম ।
• বাংলাদেশের প্রথম ন্যানো স্যাটেলাইট
" ব্র্যাক অন্বেষা " উৎক্ষেপণ করা হয় কয়
তারিখে ?
-- ০৪ জুন ২০১৭ সালে । ভোর রাতে ।
যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে
স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয় ।
• কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক
ছিন্নকারী দেশ কয়টি ?
-- ০৭ টি । দেশসমূহ হল -- সৌদি আরব ,
বাহরাইন , মিসর , সংযুক্ত আরব আমিরাত ,
ইয়েমেন , লিবিয়া ও মালদ্বীপ ।
• সম্প্রতি কোন দেশ প্যারিস জলবায়ু চুক্তি
২০১৫ থেকে সরে দাঁড়ায় ?
-- যুক্তরাষ্ট্র । ০১ জুন , ২০১৭ সালে ।
• সম্প্রতি যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে
বাংলাদেশি বংশোদ্ভূত কয়জন ব্রিটিশ
পার্লামেন্টে এমপি নির্বাচিত হয়েছেন ?
-- ০৩ জন নারী । টিউলিপ রেজওয়ানা
সিদ্দিক , রুশনারা আলী ও রূপা হক ।
০৩ জনই লেবার পার্টির সদস্য ।
.কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই'২০১৭ সংখ্যা
__________________________
Ovro Chowdhury
______________________
__________________
.
.
• ১২ তম G- 20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে
-- হার্মবুগ , জার্মানি । ৮ - ৯ জুলাই , ২০১৭ ।
• বঙ্গবন্ধুর নির্বাচিত ভাষণ নিয়ে রচিত গ্রন্হের
নাম কি ?
-- ওঙ্কায় সমগ্র ।
• সম্প্রতি আন্তর্জাতিক কোন বইয়ে প্রধানমন্ত্রী
শেখ হাসিনা প্রচ্ছদ হিসেবে এবং বিশ্বের
শক্তিশালী ১৮ নারী নেতৃত্বের মধ্যে স্হান
পেয়েছেন ?
-- উইমেন প্রেসিডেন্টস এন্ড প্রাইম মিনিস্টার ,
লেখক - রিচার্ড ওব্রায়েন ।
• ৭০ তম কান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র
কোনটি ?
-- দ্যা স্কয়ার ।
• জাপানের পরবর্তী সম্রাটের নাম কি ?
-- প্রিন্স নারুহিতো । বর্তমান সম্রাট --
সম্রাট আকিহিতো ।
• মুসলমান অধ্যুষিত মারায়ি অঞ্চল কোথায় অবস্হিত ?
-- ফিলিপাইন ।
• কোন গ্রন্হের জন্য ডেভিড গ্রসম্যান ২০১৭
সালে ম্যান বুকার ইন্টা. পুরস্কার লাভ করেন ?
-- A Horse Walks Into a Bar ।
• বিশ্বের বৃহত্তম সামারিক বাহিনীর দেশ
-- চীন ।
• বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের সামারিক ঘাঁটি
রয়েছে -- ৬৩ টি দেশে (মোট প্রায় ৮০০ টি)
• বিশ্বে পরমাণু সাবমেরিনের অধিকারী
দেশ -- ৬টি (যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া,
চীন,ব্রিটেন ও ভারত) ।
• পৃথিবীর সবচেয়ে বেশী মুদ্রাস্ফীতির দেশ
-- জিম্বাবুয়ে ।
• যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
দায়িত্ব গ্রহণের পর প্রথম কোন দেশ
সফর করেন ?
-- সৌদিআরব ।
• SAARC এর বর্তমান মহাসচিব কে ?
-- আমজাদ হোসেন সিয়াল ।
১২ তম মহাসচিব ।
• বিশ্বব্যাংক ও এডিবির বিকল্প হিসেবে
কোন ব্যাংক গঠিত হয়েছে ?
-- Asian Infrastructure Investment
Bank ( AIIB ) ।
• বিশ্ববাজারে অপরিশোধিত তেলের
মূল্য নিয়ন্ত্রণ করে কোন বৈশ্বিক অর্থনৈতিক
সংস্হা ?
-- OPEC । OPEC ভুক্ত দেশ - ১৪ টি ।
• জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্হা
( UNEP ) ও জলবায়ু বিষয়ক সংস্হা ( WMO )
এর মিলিত উদ্যোগে কোন সংস্হা প্রতিষ্ঠা
লাভ করে ?
-- IPCC ।
• গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিনের তথ্য
মতে বিশ্বের সবচেয়ে ধনী দেশ কোনটি ?
-- কাতার । গরীব দেশ --- মধ্য আফ্রিকান
প্রজাতন্ত্র । বিশ্বের ১৮৯ টি ধনী দেশের মধ্যে বাংলাদেশের অবস্হান ১৪৩ তম ।
• বাংলাদেশের প্রথম ন্যানো স্যাটেলাইট
" ব্র্যাক অন্বেষা " উৎক্ষেপণ করা হয় কয়
তারিখে ?
-- ০৪ জুন ২০১৭ সালে । ভোর রাতে ।
যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে
স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয় ।
• কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক
ছিন্নকারী দেশ কয়টি ?
-- ০৭ টি । দেশসমূহ হল -- সৌদি আরব ,
বাহরাইন , মিসর , সংযুক্ত আরব আমিরাত ,
ইয়েমেন , লিবিয়া ও মালদ্বীপ ।
• সম্প্রতি কোন দেশ প্যারিস জলবায়ু চুক্তি
২০১৫ থেকে সরে দাঁড়ায় ?
-- যুক্তরাষ্ট্র । ০১ জুন , ২০১৭ সালে ।
• সম্প্রতি যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে
বাংলাদেশি বংশোদ্ভূত কয়জন ব্রিটিশ
পার্লামেন্টে এমপি নির্বাচিত হয়েছেন ?
-- ০৩ জন নারী । টিউলিপ রেজওয়ানা
সিদ্দিক , রুশনারা আলী ও রূপা হক ।
০৩ জনই লেবার পার্টির সদস্য ।
• ভারতের দীর্ঘতম সেতুর নাম কী ?
-- ঢোলা - সাদিয়া সেতু / ভূপেন হাজারিকা
সেতু । সেতুটি ব্রহ্মপুত্র নদের উপর প্রবাহমান ।
এটি আসাম এবং অরুণাচল প্রদেশকে যুক্ত
করেছে ।
• ২৮ তম NATO শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত
হয় কোথায় ?
-- ব্রাসেলস , বেলজিয়াম । NATO 'র ২৯ তম
সদস্য বলকান রাষ্ট্র মন্টেনিগ্রো ।
• Ransomware কী ?
-- Ransomware হচ্ছে একটি বিশেষ
ম্যালওয়ার বা ক্ষতিকর সফটওয়ার ,
যা ডিভাইসের নিয়ন্ত্রণ নিয়ে ব্যবহারকারীর
নিকট নির্দিষ্ট পরিমাণ অর্থ দাবি করে ।
• সম্প্রতি ইতালির তাওরমিনাতে জি - ৭
এর কত তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ?
-- ৪৩ তম । ২৬ - ২৭ মে ২০১৭ সালে দু'দিন
ব্যাপি এই সম্মেলন অনুষ্ঠিত হয় ।
• মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব
নেওয়ার পর প্রথম যে নির্বাহী আদেশে
স্বাক্ষর করেন তার নাম কি ?
-- ওবামা কেয়ার বাতিল ।
• বর্তমানে ICC এর পূর্ণাঙ্গ সদস্য কয়টি ?
-- ১২ টি । সর্বশেষ সদস্য - আফগানিস্তান ও
আয়ারল্যান্ড ।
• বিখ্যাত আল হাদবার মিনার ও আল নূরি
মসজিদ কোথায় অবস্হিত ?
-- মসুল , ইরাক ।
• ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট কে ?
-- ইমানুয়েল ম্যাক্রোঁ । ২৫ তম প্রেসিডেন্ট ।
প্রধানমন্ত্রী - এডওয়ার্ড ফিলিপ ।
• বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর
কোনটি ?
-- ঢাকা , বাংলাদেশ ।
• বিশ্বের শীর্ষ রপ্তানিকারক দেশ --- চীন ।
• বিশ্বের সবচেয়ে বড় পণ্য বিক্রয় কারী সংস্থা
-- ওয়ালমাট ।
• বিশ্বের বৃহত্তম অর্থনীতি দেশ --- যুক্তরাষ্ট্র ,
দ্বিতীয় ও চীন ।
• এইচ,আই,ভি ভাইরাস অাক্রান্তে শীর্ষ দেশ
-- লেসেথো ।
• বিশ্বে বৃহত্তম স্থলবন্দর অবস্থিত ----
সিকিম (তিব্বত সীমান্তের নাথুলা পাশ) ।
• বিশ্বের প্রাচীন তম বা প্রথম বিশ্ববিদ্যালয়
-- নালন্দা বিশ্ববিদ্যালয় ।
• বিশ্বে খাদ্য আমদানিতে শীর্ষ দেশ -- চীন ।
• গম উৎপাদনে শীর্ষ দেশ ? -- চীন ,
রপ্তানিতে যুক্তরাষ্ট্র ।
• বিশ্বের সবচেয়ে বেশী কার্বন নির্গমণকারী দেশ
-- চীন ,, দ্বিতীয় যুক্তরাষ্ট্র ।
• বিশ্বের সর্বোচ্চ ভবনের নাম ---- বুর্জ খলিফা
(উচ্চতা ৮২৮ মি.) ।
___________________________
____________________
.
অর্থনৈতিক সমীক্ষা - ২০১৭
_________________________
__________________
• বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয়
কত ?
-- ১৬০২ মার্কিন ডলার ।
• বাংলাদেশে বর্তমানে অতি দারিদ্র্যের
হার কত?
-- ১২.১ % । দারিদ্র্যের হার -- ২৩.৫ % ।
• জিডিপিতে প্রবৃদ্ধির হার কত ?
-- ৭.২৪ % ।
• মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের
অবস্হান কত ?
-- ১৩৯ তম ।
• বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির
হার কত ?
-- ১.৩৭ % । মোট জনসংখ্যা - ১৬.১৭ কোটি ।
• বর্তমানে বাংলাদেশে শিক্ষার হার কত ?
-- ৬২.৭ % ।
• বাংলাদেশে মোট কতটি সরকারি
বিশ্ববিদ্যালয় আছে ?
-- ৩৮ টি ।( অর্থ. সমী. ২০১৭ অনুযায়ী)
বর্তমানে আছে ৪০ টি বি.বিদ্যা.।
• বর্তমানে বাংলাদেশের জনগণের প্রত্যাশিত
আয়ুষ্কাল কত ?
-- ৭০.৯ বছর । পুরুষের ৬৯.৪ বছর এবং
নারীদের ৭২ বছর ।
• ২০১৬ - ১৭ অর্থবছরে বাংলাদেশে খাদ্যশস্য
উৎপাদন হয়েছে ?
-- ৩৯৬.৮৮ লক্ষ মেঃটন ।
• দেশে বর্তমানে মাতৃমৃত্যুর হার কত ?
-- ১.৮১ % ।
• দেশে ডাক্তার প্রতি জনসংখ্যা কত ?
-- ২৬২৮ জন ।
• বাংলাদেশে কয়টি অর্থনৈতিক অঞ্চল
রয়েছে ?
-- ৭৬ টি । সরকারি - ৫৬ টি এবং বেসরকারি
২০ টি ।
• দেশে বর্তমানে গড় মুদ্রাস্ফীতির হার কত ?
-- ৫.৫ % ।
• বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ
কত ?
-- ৩২.৪৭ বিলিয়ন মার্কিন ডলার ।
• বর্তমানে বাংলাদেশের রেমিট্যান্স কত ?
-- ৯১৯৪.৫১ মিলিয়ন মার্কিন ডলার ।
• ২০১৬- ১৭ অর্থবছরে দেশে রপ্তানি আয়
হয়েছে কত ?
-- ২৫৯৪৬.০২ মিলিয়ন মার্কিন ডলার ।
• ২০১৬ - ১৭ অর্থবছরে দেশে সরাসরি
বৈদেশিক বিনিয়োগ হয়েছে কত ?
-- ২,৩৩২ মিলিয়ন মার্কিন ডলার ।
• জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তহবিলে মোট
কত টাকা বরাদ্দ রাখা হয়েছে ?
-- ৩,১০০ কোটি টাকা ।
• বর্তমানে বাংলাদেশের জিডিপির আকার
কত ?
-- ১৯,৫৬,০৫৬ কোটি টাকা ।
• বাংলাদেশের জিডিপিতে কৃষিখাতের
অবদান কত ?
১৪.৭৯ % । সেবা খাতের অবদান - ৫২.৭৩ %
এবং শিল্প খাতের অবদান - ৩২.৪৮ % ।
• ২০১৬-১৭ অর্বথছরে দেশে মোট বিনিয়োগ
হয়েছে কত কোটি টাকা ?
-- ৫,৯২,০৭৪ কোটি টাকা ।
• দেশের মোট জনসংখ্যার শতকরা কত ভাগ
মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে ?
-- ৮০ ভাগ ।
• দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত ?
-- ১৩,১৭৯ মেগাওয়াট ।
• বাংলাদেশে বর্তমানে আবিষ্কৃত গ্যাসক্ষেত্র
কতটি ?
-- ২৬ টি । ( অর্থ.সমী. ২০১৭ অনুযায়ী)
বাস্তবে আছে - ২৭ টি ।
• দেশে মোট প্রকৃত গ্যাসের উৎপাদন কত ?
-- ১৪.৩৮ ট্রিলিয়ন ঘনফুট । উত্তোলনযোগ্য -
১২.৭৪ ট্রিলিয়ন ঘনফুট ।
•• বাংলাদেশে মোট জ্বালানি তেলের মজুদ
রয়েছে ?
--- ১২.২১ লক্ষ মেট্রিক টন ।
-------------------------------------------------
অর্থনৈতিক সমীক্ষা- ২০১৭ এর উক্ত তথ্যসমূহের সাথে
বর্তমানের অনেক সাম্প্রতিক তথ্যের মিল নাও থাকতে পারে না ।
---------------------------------------------------------
_______________________
.
• বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ --সিঙ্গাপুর। বাংলাদেশে সর্বাধিক বিনোয়োগ খাত -- টেলি কমিউনিকেশন।
• অরুন্ধতী রায়ের দ্বিতীয় উপন্যাস --
The Ministry of Utmost Happiness
(১ম -The God of Small Things).
• বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট
-- ব্র্যাক অন্বেষা (উৎক্ষেপণ -৪ জুন ২০১৭)।
• প্রথম স্যাটেলাইট --বঙ্গবন্ধু-১ (উৎক্ষেপণ করা
হবে - ১৬ ডিসেম্বর ২০১৭)।
• বাংলাদেশের চতুর্থ মেডিকেল বিশ্ববিদ্যালয়
-- সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (১ম -বঙ্গবন্ধু
শেখ মুজিব মেডিকেল বিশ্ব., ২য় -চট্রগ্রাম
মেডিকেল বিশ্ব., ৩য় -রাজশাহী মেডিকেল বিশ্ব.)।
• বাংলাদেশে সরকারি বিশ্ববিদ্যালয় - ৪০টি
(৪০তম -রবীন্দ্র বিশ্ব.)।
• ২০১৭ সালের বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচকে
শীর্ষ দেশ -- হন্ডুরাস (৬ষ্ঠ -বাংলাদেশ)।
• বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক রয়েছে --
১০৯ টি দেশের সাথে ।
• বাণিজ্য ঘাটতি রয়েছে --৭১ টি দেশের সাথে
• সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে -
চীনের সাথে ।
--------------------------------------------
বাজেট : ২০১৭ - ১৮ অর্থবছর
-------------------------------------
___________________
• ২০১৭ - ১৮ অর্থবছরের বাজেট অর্থমন্ত্রী
আবুল মাল আবদুল মুহিত কত তারিখে
জাতীয় সংসদে পেশ / উপস্হাপন করেন ?
-- ০১ জুন , ২০১৭ ।
• ২০১৭ - ১৮ অর্থবছরের বাজেট জাতীয়
সংসদে পাস হয় কত তারিখে ?
-- ২৯ জুন , ২০১৭ ।
• ২০১৭ - ১৮ অর্থবছরের বাজেট কত তারিখ
হতে কার্যকর হবে ?
-- ০১ জুলাই , ২০১৭ ।
• ২০১৭ - ১৮ অর্থবছরে মোট কত টাকার
বাজেট ঘোষণা করা হয় ?
-- ০৪ লাখ ২৬৬ কোটি টাকা ।
• ২০১৭ - ১৮ অর্থবছরের বাজেটে মোট
রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কত ?
-- ০২ লাখ ৮৭ হাজার ৯৯১কোটি টাকা ।
-- অনুদান সহ মোট আয় ০২ লাখ ৯৩ হাজার
৪৯৪ কোটি টাকা ।
• ২০১৭ - ১৮ অর্থবছরের বাজেটে জাতীয়
রাজস্ব বোর্ড ( এনবিআর ) হতে রাজস্ব আয়ের
লক্ষ্যমাত্রা কত ?
-- ০২ লাখ ৪৮ হাজার ১৯০ কোটি টাকা ।
• ২০১৭ - ১৮ অর্থবছরের বাজেটে বার্ষিক উন্নয়ন
কর্মসূচির ( এডিপি ) জন্য মোট বরাদ্দ কত ?
-- ০১ লাখ ৫৩ হাজার ৩৩১ কোটি টাকা ।
• ২০১৭ - ১৮ অর্থবছরের বাজেটে মোট দেশজ
উৎপাদন ( জিডিপি ) এর প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা
ধরা হয়েছে ?
-- ৭ দশমিক ৪ শতাংশ ।
• ২০১৭ - ১৮ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতির
লক্ষ্যমাত্রা ?
-- ৫ দশমিক ৫ শতাংশ ।
এক নজরে ২০১৭ - ২০১৮ অর্থবছরের বাজেট :
----------------------------------------------------------------
মোট বাজেট - ০৪ লাখ ২৬৬ কোটি টাকা ।
মোট আয় - ২ লাখ ৯৩ হাজার ৪৯৪ কোটি টাকা ।
মোট ব্যয় - ০৪ লাখ ২৬৬ কোটি টাকা ।
মোট ঘাটতি - ০১ লাখ ০৬ হাজার ৭৭২ কোটি টাকা ।
দেশের ৪৬ তম ( অন্তর্বর্তীকালীনসহ ৪৭ তম), আওয়ামী লীগ সরকারের ১৭ তম এবং অর্থমন্ত্রীর ১১ তম বাজেট ।
২০১৬ - ১৭ অর্থবছরের সংশোধিত বাজেট - ০৩ লাখ ১৭ হাজার ১৭৪ কোটি টাকা ।
উল্লেখ্য বাংলাদেশের বাজেট ঘাটতি বাজেট । আর্থিক বছর ( Fiscal year ) শুরু >> ০১ জুলাই - ৩০ জুন ।
• স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট কে পেশ
করেন ?
-- অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ । বাজেটের আকার - ৭৮৬ কোটি টাকা । ৩০ জুন , ১৯৭২ সালে ।
• অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রথম বাজেট পেশ করেন ?
-- ১৯৮২ - ৮৩ অর্থবছরের বাজেট । বর্তমান বাজেট অর্থমন্ত্রীর ১১ তম বাজেট । সর্বোচ্চ ১২ বার বাজেট পেশ করেন - এম সাইফুর রহমান ।
• ২০১৭ - ১৮ অর্থবছরের বাজেট মন্ত্রিপরিষদ অনুমোদন দিয়েছে কত তারিখে ?
-- ০১ জুন ২০১৭ ।
• ২০১৭ - ২০১৮ অর্থবছরের বাজেটে জিডিপির প্রবৃদ্ধি অর্জনে লক্ষমাত্রা কত ?
-- ৭ দশমিক ৪ শতাংশ । জিডিপির আকার প্রায় ২২ লাখ ২৩ হাজার ৬০০ কোটি টাকা ।
• বাজেটে সরকার ব্যাংক ব্যবস্হা থেকে কত টাকা ঋণ নিবে ?
-- ২৮ হাজার ২০৩ কোটি টাকা ।
• ২০১৭ - ২০১৮ অর্থবছরের বাজেটে মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয়সীমা কত ?
-- ০৪ লাখ ২৫ হাজার টাকা । সাধারণ করদাতা শ্রেণির করমুক্ত আয়সীমা - ০২ লাখ ৫০ হাজার । মহিলাদের করমুক্ত আয়সীমা - ০৩ লাখ ।
• ২০১৭ - ২০১৮ অর্থবছরের বাজেটে কোন খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে ?
-- শিক্ষা ও প্রযুক্তি খাতে । ৬৫ হাজার ৪৫০ কোটি টাকা । মোট বাজেটের ১৬.৪ শতাংশ ।
• ব্যাংক অ্যাকাউন্টে আমানতকারীর জমার টাকার উপর আবগারি শুল্কমুক্ত সীমা কত ?
-- ০১ লাখ পর্যন্ত ।
• ২০১৭ - ২০১৮ অর্থবছরের বাজেটে পদ্মা সেতু প্রকল্পে মোট বরাদ্দ দেওয়া হয়েছে ?
-- ৫৫২৪ কোটি ৩৬ লাখ টাকা । উল্লেখ্য এখন পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের ৪১-৪৩ শতাংশের কাজ শেষ হয়েছে । মেট্রোরেল প্রকল্পে মোট বরাদ্দ - ৩৪২৫
কোটি ৮৩ লাখ টাকা ।
• ২০১৭ - ১৮ অর্থবছরের বাজেটের স্লোগান কী ?
-- " উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ : সময় এখন আমাদের "
• বাজেটে সরকার বৈদেশিক অনুদান থেকে কত
টাকা গ্রহণ করবে ?
-- ০৫ হাজার ৫০৪ কোটি টাকা । বাজেটে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগদাতাদের জন্য কর অব্যাহতি সীমা ---- বার্ষিক ৩৬ লাখ পর্যন্ত ।
• ২০১৭ - ১৮ অর্থবছরের বাজেটে কৃষি খাতে মোট বরাদ্দ কত ?
-- ২৪ হাজার ৪১৬ কোটি টাকা । মোট বাজেটের ০৬.১ শতাংশ ।
• বাজেটে ২০১৭ - ১৮ অর্থবছরে সরকার ঋণের সুদ পরিশোধে কত টাকার লক্ষমাত্রা নির্ধারণ করে ?
-- ৪১ হাজার ৪৫৭ কোটি টাকা । সরকার ভর্তুকি ও প্রণোদনা বাবদ ব্যয় করবে -- ১৯ হাজার ৪৫৪ কোটি টাকা ।
• বাজেটে জলবায়ু পরিবর্তনে ঝুঁকি মোকাবেলার জন্য গঠিত জলবায়ু পরিবর্তন তহবিলে ( বিসিসিটি ) কত টাকা বরাদ্দ রাখার জন্য প্রস্তাব করা হয়েছে ?
-- ১০০ কোটি টাকা ।
• বাজেটে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপি খাতে কত বরাদ্দ রাখা হয়েছে ?
-- দুই হাজার কোটি টাকা । হাওর অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দ - ৫৭ কোটি টাকা ।
-------------------------------------------------
• ২০১৬-১৭ ফুটবল মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগ
ও ইউরোপীয় লীগ বিজয়ী -- রিয়াল মাদ্রিদ।
• ২০১৭ ICC চ্যাম্পিয়ন ট্রফির চ্যাম্পিয়ন --
পাকিস্তান (টুর্নামেন্ট সেরা- হাসান আলী)।
• বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার --
১.৩৭%। জনসংখ্যা ঘনত্ব --১০৭৭ জন
( প্রতি ব.কি.মিটার)। পুরুষ - মহিলা
অনুপাত : ১০০.৩ : ১০০ । ( অর্থ. সমী. ২০১৭ )
• যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের গ্রেনফেল
টাওয়ারের আবাসিক ভবনে কত তারিখে
ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে ?
-- ১৪ জুন , ২০১৭ সালে ।
• ০১ জুন ২০১৭ সালে যুক্তরাষ্ট্র কোন চুক্তি
থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় ?
-- প্যারিস জলবায়ু চুক্তি ।
• এশিয়ার দীর্ঘতম সেতু " ভুপেন হাজারিকা
সেতু " কোন দেশে অবস্হিত ?
-- ভারত । দৈর্ঘ্য - ৯.১৫ কি: মি: ।
• NATO 'র সর্বশেষ সদস্যপদ লাভ করে
কোন দেশ ?
-- মন্টিনিগ্রো । ২৯ তম সদস্য ।
• OPEC এর মোট সদস্য রাষ্ট্র কত ?
-- ১৪ টি । ১৪ তম সদস্য রাষ্ট্র - নিরক্ষীয় গিনি ।
• ২০১৭ সালে আন্তর্জাতিক আণবিক শক্তি
সংস্হা ( IAEA ) কত বছরের পূর্তি পালন করে ?
--- ৬০ বছর ।
• ইউরোপ ও এশিয়ার অন্যতম প্রভাবশালী
রাজনৈতিক , অর্থনৈতিক ও সামরিক সংস্হা
সাংহাই কো- অপারেশন অর্গানাইজেশন
( SCO)এর মোট সদস্য সংখ্যা কত ?
-- ০৮ টি । সর্বশেষ সদস্যপদ লাভ করে -
ভারত ও পাকিস্হান ।
• ১২ সেপ্টম্বর ২০১৭ শুরু হতে যাওয়া জাতিসংঘ
সাধারণ পরিষদের ৭২ তম অধিবেশনের
সভাপতি নির্বাচিত হয়েছেন ?
-- মিরোস্লাভ লাজকাক । স্লোভাকিয়া ।
• ২০১৮ - ১৯ মেয়াদের জাতিসংঘ নিরাপত্তা
পরিষদে নতুন কোন ০৫ টি রাষ্ট্র অস্হায়ী
সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে ?
-- পেরু , কুয়েত , পোল্যান্ড , আইভরি কোস্ট
ও নিরক্ষীয় গিনি ।
• ০৫ জুন ২০১৭ সালে কাতারের সাথে সব
ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্নকারী প্রথম
দেশ কোনটি ?
-- বাহরাইন । অন্যান্য দেশসমূহ হল -
সৌদিআরব , সংযুক্ত আরব আমিরাত , মিসর ,
ইয়েমেন , লিবিয়া ও মালদ্বীপ ।
.
শেয়ার করো নিজের কাছে রাখুন
Comments
Post a Comment