38th BCS Computer & It Related Questions & Answer
৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি
. Computer & IT
১।বাংলাদেশের প্রথম স্মার্টফোন কারখানা চালু করা হয় কোথায় ?
= চন্দ্রা, গাজীপুরে, ৫ অক্টোবর ২০১৭(ওয়ালটন)
২।অনলাইনে পণ্য ক্রয়বিক্রয়ের সর্ববৃহৎ সাইট অ্যামাজানের প্রধান কে ?
=জেফ বেজোস
৩।বিশ্বের বৃহত্তম ইন্টারনেট পেমেন্ট সিস্টেম কোনটি ?
=পেপালPayPal
৪।বাংলাদেশে পেপাল চালু হয় কবে ?
= ১৯ অক্টোবর ২০১৭
৫।বাংলাদেশে e -post চালু হয়?
= 2000 সালে
৬।এরিকসন ব্লুটুথ কবে উদ্ভাবন করেন ?
=1994 সালে
৭।বাংলা সার্চ ইঞ্জিনের নাম?
= পিপীলিকা ও চরকি
৮।বিশ্বের প্রথম ইন্টারনেটের ওয়ার্ম এর নাম কী?
= মরিস ওয়ার্ম
৯। VISICAL কী?
= স্প্রেডশিট সফটওয়্যার
১০।সুইচ হাবের চেয়ে অনেক দ্রুতগতিতে কাজ করতে পারার কারণ কী?
= আলাদা আলাদা ঠিকানা ব্যবহার করায়।
১১। DSL Stands for-
=Digital Subcribers Line
১২।নেটওয়ার্কের মূল কম্পিউটারকে কী বলে?
= সার্ভার
১৩।GPS- কে সংকেত পাঠায় কে ?
= কৃত্রিম উপগ্রহ
১৪। Spreadsheet software এর সেলের সমষ্টিকে কী বলে?
= সেল রেঞ্জ
১৫।কোন টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটার অন্য দুটো কম্পিউটারের সাথে যুক্ত থাকে?
= রিং টপোলজি
১৬। মোবাইল /টেলিফোন যোগাযোগ পদ্ধতি কোন ধরনের ?
= দ্বিমুখী
১৭।বিশ্বের সর্ববৃহৎ রেড়িও টেলিস্কোপ কোনটি?
= ফাস্ট (চীন)
১৮। বাংলাদেশের কোন ওয়েব সাইটে ন্যাশনাল কারিকুলামের বই পাওয়া যায় ?
= ebook. gov.bd
১৯। জাতীয় ই-তথ্যকোষ উদ্বোধন করা হয় কবে ?
= ২৭ ফেব্রুযারী , ২০১১।
২০।কম্পিউটারের কাজের গতি প্রকাশ করা হয় কোনটির মাধ্যমে ?
= ন্যানো সেকেন্ড
Comments
Post a Comment